বৌ কথা কও
শেফালী ব্রহ্ম

একটা বৌ কথা কও
অনবরত ডেকে চলেছে।
রিমঝিম করে বৃষ্টি পড়ছে।
এই বৃষ্টির মধ্যেও পাখীটা ডেকেই চলেছে।
কোন বৌকে ডাকছে ও?
কোণের লাল বাড়ীটার ঐ বৌটিকে?
পাখীটা বোধহয় জানেনা,
বৌটি আর কোনদিন কথাই বলবে না।
আমি কি পাখীটাক ডেকে বলে দেব?
কিন্তু কি বলবো?
বলবো যে বৌটি আমাকে ডেকে তার দুঃখের কথা বলেছিলো?
নাঃ থাক।
মনের মধ্যে কোথায় যেন একটা অদৃশ্য কাঁটা ফুটে চলেছে।
থাক তবে বলেই দি।
"এই যে বৌ কথা কও তুমি ডাকছো কেন?
ওই বৌটি তো আর কোনদিন কথাই বলবে না।"
পাখীটা অনেকক্ষন চুপ করে আমার দিকে চেয়ে রইলো।
মনে হলো বলছে, তুমি ঠিক জানো?
*হ্যা আমি দেখেছি --
আলতা সিঁদুর আর চন্দনে সেজে ও চলে গেল।
সব শুনে কেমন একটা অদ্ভুত সুরে ডাকতে ডাকতে ও চলে গেল।
আমার মনে হলো ও বলছে "তুমি কেমন মানুষ গো?
তোমায় দুয়ো দুয়ো। আমি যাই তাকে খবরটা দিই গে"
চলে গেল, কিছু জিজ্ঞেস করা হলো না।আর আমি ? নাঃ
আচ্ছা মানুষের দুঃখের গভীরতা মাপার কি কোন যন্ত্র আছে?
দুঃখ কতখানি গভীর হলে আলতা চন্দনে সেজে চলে যাওয়া যায়!
::x::x::x::

Poet Shefali Brahma
retired as a teacher
and now lives in Guwahati
[Disclaimer: The opinions expressed in our Blog are those of the author(s) / poet(s) and do not necessarily reflect the opinions of the Publisher.]